সিটিজেন চার্টারঃ
১। বাজার তথ্যঃ
* জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত ভোগ্যপন্যের খুচরা ও পাইকারী বাজার দর ও মজুদের তথ্য।
* কৃষকের মৌসুম ভিত্তিক পন্যের ন্যায্য মূল্য প্রাপ্তির সহায়তার উদ্দেশ্যে কৃষি/বানিজ্য মন্ত্রনালয় ও অন্যান্য মন্ত্রনালয় সমূহকে প্রতি জেলায় ২টি কৃষক বিক্রিত বাজার হতে পন্য মূল্য সংগ্রহ করে কৃষক প্রাপ্ত ও মৌসুমী ফসলের বাজার দর ও আমদানীর পরিমান মূল্য হ্রাস বৃদ্ধির কারন সংগ্রহ ও বাংলাদেশ বেতারে প্রচার করা হয়।
* জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত পন্যের পাইকারী ও খুচরা বাজার দর সাপ্তাহিক (সপ্তাহান্তে বুধবার) সংগ্রহ করা।
* সরকারী বেসরকারী ও স্বায়ত্ব শাসিত সংস্থার চাহিদা পত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজার দর সরবরাহ করা।
২। বাজার নিয়ন্ত্রন সংক্রান্তঃ
* বাংলাদেশ কৃষি বিপণন আইন ২০১৮ যথাযথ প্রয়োগ করা এবং উক্ত আইনের আওতায় সকল প্রকার প্রজ্ঞাপিত বাজারের কৃষি পন্য ও কৃষি উপকরণ বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহন ও নবায়ন।
৩। অন্যান্য সেবা সমূহঃ-
* কৃষি উপকরন হিসাবে রাসায়নিক সারের জেলা পর্যায়ের চলতি বাজার দর তথ্য।
৪। কৃষি বিপনন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dam.gov.bd) দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সকল কৃষি পন্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও বিপনন সংক্রান্ত তথ্যসেবা নিয়মিত প্রেরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস